বি. জি. প্রেসের সাধারণ শাখায় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন
কমিশন সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সকল মন্ত্রণালয়/ অধিদপ্তর/দপ্তর/পরিদপ্তরের গেজেট (সাপ্তাহিক ও অতিরিক্ত সংখ্যা),
যাবতীয় বিক্রয়যোগ্য স্টান্ডার্ড, নন-স্ট্যান্ডার্ড ফরম, ডায়েরী, ক্যালেন্ডার এবং প্রাত্যহিক মুদ্রণ, আইন, ম্যানুয়েল ও বিধিসমূহ মুদ্রণের
মাধ্যমে প্রকাশনার সকল কাজ সম্পন্ন করে যথাসময়ে সরবরাহ করা হয়।
নিম্নোক্ত মন্ত্রণালয়গুলো ব্যতিত অন্যান্য সকল মন্ত্রণালয়ের মুদ্রণ ও প্রকাশনার যাবতীয় কাজ সম্পন্ন করা হয় :
১।(ক) প্রতিরক্ষা;
(খ) ভূমি;
(গ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়;
(ঘ) যোগাযোগ;
(ঙ) নৌ-পরিবহন;
(চ) ডাক ও টেলিযোগাযোগ;
(ছ) সমাজকল্যাণ ও গণনিয়োগ;
(জ) জাতীয় সংসদ সচিবালয়;
(ঝ) নির্বাচন কমিশন সচিবালয়;
২। (ক) বাংলাদেশ গেজেট সাপ্তাহিক;
(খ) বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা;