১৮৬৩ সালে পাক-ভারত উপমহাদেশে সর্বপ্রথম প্রেস প্রতিষ্ঠিত হয় কলকাতায়। ১৮৬৩ থেকে ১৯২৪ সাল পর্যন্ত পাঁচটি গুরুত্বপূর্ণ প্রেসে মুদ্রণের কাজ চলমান ছিল। ১৯২০ সালের আগ পর্যন্ত সব মেশিনই হস্তচালিত ছিল। ১৯২৩ সালের পর বাষ্পচালিত মেশিনের পরিবর্তে বিদ্যুৎচালিত মেশিনে মুদ্রণ ও কাটিং এর কাজ শুরু হয়। প্রকাশ থাকে যে, ১৯১০ সাল থেকে কম্পোজিং শাখার কাজে প্রেসের ইতিহাসে মহিলাদের অংশগ্রহণ শুরু হয়। ১৯৪৭ সালে কলকাতার বেঙ্গল গভঃ প্রেসের কতিপয় মুদ্রণ মেশিন ও জনবলসহ ঢাকাতে ইষ্ট বেঙ্গল গভঃ প্রেস প্রতিষ্ঠিত হয় এবং প্রথম কন্ট্রোলার নিযুক্ত হন মিঃ সি সি ডানকন। ১৯৫৬ সালে এ প্রেসটি পূর্ব পাকিস্তান সরকারি মুদ্রণালয় এবং বাংলাদেশের স্বাধীনতার পর বি. জি. প্রেস নামে পরিচিতি লাভ করে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পূর্বে কলকাতার Bengal Press থেকে The Calcutta Gazette প্রকাশ হতো। দেশ বিভাগের পর তৎকালীন East Pakistan Govt. Press (EPGP) থেকে সর্ব প্রথম ১৯৪৭ সালের ১৫ আগষ্ট অতিরিক্ত গেজেট (Extraordinary এবং ১৯৪৭ সালের ১১ সেপ্টেম্বর সাপ্তাহিক গেজেট The Dacca Gazette নামে প্রকাশিত হয়। পূর্বে কেন্দ্রীয় সরকারের গেজেট রাওয়ালপিন্ডি থেকে The Pakistan Gazette নামে প্রকাশ হতো। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম The Bangladesh Gazette প্রকাশিত হয় ২৩ ডিসেম্বর, ১৯৭১। বাংলাদেশ গেজেট দুই প্রকারে প্রকাশিত হয়। একটি সাপ্তাহিক বাংলাদেশ গেজেট এবং অপরটি বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা। সাপ্তাহিক গেজেট প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয়। উক্ত তারিখে ছুটি থাকলেও বৃহস্পতিবারের তারিখেই সাপ্তাহিক গেজেট প্রকাশিত হয়। বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা শুধুমাত্র মন্ত্রণালয়/বিভাগের চাহিদা অনুসারে প্রকাশিত হয়। যদি কোন মন্ত্রণালয়াধীন প্রকল্প, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা কোম্পানীর অতিরিক্ত গেজেটের প্রয়োজন হয়, তবে অর্থের বিনিময়ে তা প্রকাশ করা হয়। অতিরিক্ত গেজেট প্রতিদিন প্রকাশিত হয়ে থাকে।