বাংলাদেশ সরকারী মুদ্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়-এর মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরাধীন ১ম “ক” শ্রেণির কেপিআইভুক্ত No Loss No Gain সরকারি প্রতিষ্ঠান।
ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে বেশ কিছু ছাপাখানা ছিল যার মধ্যে পশ্চিম বাংলার কলকাতার আলিপুরে অবস্থিত বেঙ্গল গভর্নমেন্ট প্রেস উল্লেখযোগ্য।
১৯৪৭ সালে ভারত বিভাগের পর স্বাধীন রাষ্ট্রের প্রিন্টহাউস হিসেবে কলকাতার বেঙ্গল গভঃ প্রেসের কিছু মুদ্রণ মেশিন ও জনবলসহ নাজিম উদ্দীন রোডস্থ ঢাকা সেন্ট্রাল জেলের অভ্যন্তরে ইস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রেস স্থাপিত হয় এবং প্রথম কন্ট্রোলার নিযুক্ত হন মিঃ সিসি ডানকন।
১৯৪৮ সালে প্রেসটি কয়েক মন লেড-টাইপ মেটাল এবং দু’টি পুরাতন বাম্প চালিত ছাপার মেশিন নিয়ে মুদ্রণ কার্যক্রম শুরু করে।
১৯৫৩ সালে বর্তমান অবস্থানে অর্থাৎ ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় উক্ত প্রেসকে পুনরায় স্থায়ীভাবে স্থানান্তর করা হয়।
১৯৫৬ সালে ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট প্রেস (ইপিজিপি) হিসেবে পরিচিতির মাধ্যমে রাষ্ট্রীয় সেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। তখন এর লোকবল ছিল ১৪০০ জন।
১৯৭১ সালে বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটলে এটি বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস বা বাংলাদেশ সরকারী মুদ্রণালয় (বিজি প্রেস) নামে ব্যাপক পরিচিতি লাভ করে।